প্রবাস

জাতির পিতার আদর্শ ধারণ করেই বঙ্গবন্ধু পরিষদ এগিয়ে যাচ্ছে

জাতির পিতার আদর্শ ধারণ করেই শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশ সমিতির হল রুমে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মুহাম্মদ মাকসুদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানির পরিচালনায় ধর্ম সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল শুক্কুর সুয়াবিলি কোরআন তেলোয়াত করেন।

বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নুরুল আবছার, নুরুল আমিন, কাজী মো. ফিরোজ উদ্দিনসহ অহিদুল আলম, আলমগীর শেখ, আরমান, রহমত আলী, সালমান, মনছুর ফেনী, মো. হাবীব, মো. মামুন, মোহাম্মদ রুকন উদ্দিন উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আল আইলন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা শেখ মো. ফরিদ সিআইপি, ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু হেনা, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, বঙ্গবন্ধু ফাউন্ডশনের সভাপতি লায়ন নজরুল ইসলাম, কাজী গোলশান আরা, আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক জি এম জায়গীরদার, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ- সভাপতি মো. হাজি সেলিম, খোরশেদ মোবারক, আবুল বশর বাবলু, স্বেচ্ছাসেবক লীগ শারজাহ সভাপতি ছৈয়দ নূর, দুবাই মহিলা বঙ্গবন্ধু পরিষদের সভনেত্রী কাউসার নাজ।

আরও বক্তব্য দেন- আল আইন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মীর আহম্মদ ও আজমানের ব্যবসায়ী একরামুল হক চৌধুরী, আবুল মনছুর, এরশাদ আলম, শহীদুল বাবর, কার্তিক মজুমদার, নাছির উদ্দিন কোখন, আব্দুল খালেক মিলন, মাহফুজ আলম, সোহেল পাটোয়ারী, মো. আমিন, ফখরুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্য ও ১৫ আগস্ট শাহাদৎবরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম/পিআর

Advertisement