আচ্ছা আফগানিস্তানের সঙ্গে টেস্টে কেমন করবে বাংলাদেশ? রশিদ খান, মোহামদ নবীরা কি টাইগারদের টেস্টে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন? সবার নয়, কারো কারো মনে সংশয়ের কালো মেঘ।
Advertisement
তবে তরুণ অফস্পিনার মেহেদি হাসান মিরাজের কথা শুনে মনে হলো টাইগাররা যথেষ্ঠ আত্মবিশ্বাসী। নিজেদের শক্তি, সামর্থ্যের প্রতিও আস্থা আছে যথেষ্টই।
ভাবটা এমন, আফগানরা সীমিত ওভারের ফরম্যাটে হয়ত ভালই খেলে। কিন্তু টেস্ট ভিন্ন জগত। এর আদল, মেজাজ, ধরন, গতিপ্রকৃতি সবই ভিন্ন। টেস্টে অভিজ্ঞতাও একটি বড় বিষয়। মিরাজের সোজা সাপটা কথা এখানে বাংলাদেশ এগিয়ে অনেকটাই, ‘আমরাও কিন্তু ওদের (আফগানিস্তানের) চেয়ে অনেক এগিয়ে আছি।’
কোন কোন জায়গা, বিভাগ বা ক্ষেত্রে এগিয়ে টাইগাররা? সে ব্যাখ্যাও আছে মিরাজের কাছে। তার অনুভব ও উপলব্ধি, আসলে পার্থক্যের জায়গা তিনটি; প্রথমত অভিজ্ঞতা, দ্বিতীয়ত খেলা হবে দেশের মাটিতে, চেনাজানা পরিবেশ ও কন্ডিশনে। আর সর্বোপরি শেষ টেস্ট ম্যাচে ভাল খেলাটাও একটা ভাল অনুপ্রেরণা ও কার্যকর রসদ।
Advertisement
তাই মুখে এমন কথা, ‘অভিজ্ঞতার দিক থেকে আমরা এগিয়ে। শেষ যে টেস্টটায় আমরা পারফর্ম করেছি, সেটাও একটা ভাল দিক। অনেক বড় অনুপ্রেরণা। এছাড়া আমরা খেলবো হোম কন্ডিশনে। ওদের চেয়ে অনেক দিক থেকেই এগিয়ে আছি।’
এটুকু শুনে মনে হতে পারে, টাইগাররা বুঝি আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। তারা বুঝি অনেক বেশি আত্মবিশ্বাসী? কিন্তু আসলে তা নয়। মিরাজের পরের কথা শুনে আর মনে হবে না টিম বাংলাদেশ আফগানদের টেস্টে ছোট করে দেখছে। বরং টাইগাররা সচেতন, সতর্ক ও সাবধানী।
সে কারণেই মিরাজের মুখে এমন কথা, ‘তারপরও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক, প্রথম ও শেষ কথা হলো আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। দলগত পারফরমেন্স হতে হবে ভাল। আর যার যার দায়িত্বটাও পালন করতে হবে। সবাই নিজ নিজ কাজগুলো ঠিক মত করলে আর ব্যক্তিগত পারফমরমেন্স ভাল হলে তাহলে কাজটা সহজ হয়ে যাবে।’
অবস্থান, অভিজ্ঞতা, কন্ডিশন সব মিলে বাংলাদেশের কি আফগানিস্তানের ওপর ছড়ি ঘোরানো উচিৎ নয়? মিরাজ মনে করেন হ্যা অবশ্যই উচিৎ। তাই তো মুখে এমন কথা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ডমিনেট করে খেলার চেস্টা করবো। সেরকম আমরা কাজ করছি। ওদের থেকে আমরা অনেক এগিয়ে থাকব।’
Advertisement
তারপরও তার শেষ কথা হলো, ‘সব কিছুর প্রমাণ দিতে হবে মাঠে। মাঠেই ভাল খেলে দেখাতে হবে আমরা আফগানদের চেয়ে ভাল দল।’
মিরাজের কথা শুনে মনে হলো মাঠের লড়াইয়ে ভাল খেলার যে পূর্ব শর্ত, তা পূরণের চেষ্টা আছে পুরো দলের ভেতরে। তার উপলব্ধি, বাংলাদেশ যদি নিজে শেষপর্যন্ত জায়গামত ভাল খেলতে পারে, তাহলে আফগানদের কোন বাধাই বাধা মনে হবে না।
মিরাজের কথায় আরও একটি বিষয় ফুটে উঠেছে, তা হলো টাইগাররা একটা বিষয়ে খুব সচেতন। তার ভাষ্যে, ‘আমরা দল হিসেবে আফগানিস্তানের চেয়ে অনেক অভিজ্ঞ এবং আমরা বিগত কয়েক বছরে ভাল ক্রিকেট খেলেছি। সেটা খেলার চেষ্টা থাকবে। তা করে দেখানোর জন্য যেমন নিবিড় অনুশীলন আর কঠোর পরিশ্রম দরকার, আমরা তাই করছি।’
এআরবি/এসএএস/জেআইএম