দেশজুড়ে

হঠাৎ ধসে পড়ল বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ধসে পড়েছে। রোববার দুপুরে বিমানবন্দর পশ্চিমপাড়া এলাকায় হঠাৎ করে প্রাচীরটির প্রায় ৫০ ফুটের মতো ভেঙে পড়ে। ফলে অরক্ষিত হয়ে পড়েছে পুরো বিমানবন্দর।

Advertisement

বিমানবন্দরের সুরক্ষার জন্য কয়েক বছর আগে পুরো বিমানবন্দর এলাকায় ওই সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কাজের মান ভালো না থাকায় এবং নিয়মিত সংস্কার না করায় প্রাচীরটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বিমানবন্দরের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে। এলাকার লোকজন অনায়াসে বিমানবন্দরের রানওয়েতে যাতায়াত করছে। এতে বিমান ওঠা-নামার সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, দ্রুত সীমানা প্রাচীর মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে প্রাচীরটি ধসে পড়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

জাহেদুল ইসলাম/এমবিআর/পিআর