দেশজুড়ে

দুর্নীতি প্রতিরোধে সাভারে গণশুনানি অনুষ্ঠিত

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সাভারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী সাভার উপজেলা অডিটরিয়ামে গণশুনানির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দুর্নীতি দমন কমিশন।গণশুনানিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদেরকে জনগণের মুখোমুখি করা হয়। পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা, সাব রেজিস্টার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও জবাবদিহিতার মুখোমুখি হন সেখানে।গণশুনানির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, সাভার উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, সচেতন নাগরিক কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, স্থানীয় পর্যায়ের বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সততা সংঘের শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন উপজেলায় গণশুনানির আয়োজন করতে শুরু করেছে দুদক। এর মাধ্যমে স্থানীয় সরকারি কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করার ব্যবস্থা করা হচ্ছে। এটি দুদকের একটি নয়া অস্ত্র।তিনি বলেন, এখানে সরকারি কর্মকর্তাদের হাজির করে নিজ নিজ দফতরের সেবা সম্পর্ক্যে জনগণকে অবহিত করতে বলা হয়। জনগণের কাছে সরকারি কর্মকর্তাদের যে জবাবদিহিতা আছে সেটি নিশ্চিত করাই গণশুনানির উদ্দেশ্য।এরআগে বেলা ১১টায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের দুর্নীতি বিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাভার থানা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।আল-মামুন/এসকেডি/আরআইপি

Advertisement