দেশজুড়ে

বিএসএফের গুলিতে আহতরা পালিয়ে গেলেও পারেনি আব্দুর রূপ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রূপ (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আব্দুর রূপ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

Advertisement

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বোবারতল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের সাব পিলার ১ এস এলাকায় কাঁটা তারের বেড়া অতিক্রম করে শুক্রবার দিবাগত রাতে ১০-১৫ জনের বাংলাদেশি গরু ও মহিষ পাচারকারী একটি দল ভারতে অনুপ্রবেশ করে। এসময় দায়িত্বরত বিএসফের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ করে গুলি করে। বিএসএফের গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান পাচারকারী দলের সদস্য আব্দুর রূপ। বিএসএফ তার লাশ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। লাশের সুরতহাল শেষে ভারতের করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন শনিবার (২৪ আগস্ট) বলেন, সে আমার ইউনিয়নের বাসিন্দা। শনিবার সকালে তার পরিবারের লোকজন আমার বাড়িতে এসে জানায়, আব্দুর রূপ ভারতে গিয়েছিল। সেখানে গুলি হয়েছে। কিন্তু সে ফেরেনি। পরবর্তী সময় বিভিন্ন সূত্রে জানা গেছে সে গুলিতে মারা গেছে। এরপরে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পারি সেখানে তার সুরতহাল হয়েছে।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান পিএসসি শনিবার বলেন, বড়লেখা সীমান্তের কাঁটা তারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন, এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

রিপন দে/এমএএস/এমকেএইচ