রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-কে (এপিইই) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার আন্দোলন থেমে গেল। বুধবার শিক্ষার্থীরা সমঝোতায় পৌঁছায় আগামীকাল থেকে আর কোনো কর্মসূচি থাকছে না।আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিভাগের সভাপতির কক্ষের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এরপর বিভাগের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা হয়। এই মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সমঝোতায় পৌঁছায়।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, শিক্ষকরা ইইই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করার এবং আমাদের এপিইই বিভাগকে ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সব রকম সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এসকল সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে আমরা আমাদের আন্দোলন থেকে সরে এসেছি।গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, অবস্থান ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলো ওই বিভাগের শিক্ষার্থীরা।রাশেদ রিন্টু/এমএএস/আরআইপি
Advertisement