জাতীয়

কেজিতে ২০০ গ্রাম দই চুরি

৮০০ গ্রাম দই হয়ে যাচ্ছে এক কেজি। টাটকা বলে বিক্রি করছে মেয়াদোত্তীর্ণ মিষ্টি, রসগোল্লা ও চমচম। এভাবে অভিনব কায়দায় প্রতিদিনই ক্রেতাদের ঠকাচ্ছে রাজধানীর বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠান।

Advertisement

শনিবার রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এ প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও ইন্দ্রানী রায়।

আবদুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, মগবাজার এলাকায় আজ অভিযান চালানো হয়। এ সময় এক কেজি দইয়ে ২০০ গ্রাম কম দেয়ার অপরাধে নিউ জনতা মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এদিন অপর প্রতিষ্ঠান আলীবাবা সুইটসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১ এর সদস্যরা।

এসআই/বিএ/এমএস

Advertisement