দেশজুড়ে

বন থেকে গাছ চুরি হলে দায় কর্মকর্তার

যার যেখানে দায়িত্ব সেখানে গাছ চুরি হলে সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তার ওপর দায় বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।

Advertisement

শনিবার সকালে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের সব বেদখলকৃত বন উদ্ধার করা হবে এবং সেই সব উদ্ধারকৃত জায়গায় নতুন করে বনায়ন করা হবে। বন বিভাগের দায়িত্ব হচ্ছে বনকে রক্ষা করা। এই কারণে আমি মনে করি আমার বন বিভাগের যারা আছেন তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। এই জেলায় একটি গাছও যেন কাটা না হয়।

লাউয়াছড়ায় গাছ চুরির বিষয়ে তিনি বলেন, যার যেখানে দায়িত্ব আছে সেখানে গাছ চুরি হলে তার দায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার। আমি কয়দিন আগে শুনেছি লাউয়াছড়ায় এক কর্মকর্তাকে তালা মেরে গাছ কেটে নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তালা মেরে গাছ কেটে নেবে সেটা মেনে নেয়া যাবে না।

Advertisement

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

রিপন দে/আরএআর/এমএস