ক্যাম্পাস

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে রংপুর নগরীর সরদারপাড়া থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনসহ ফিরোজ নামে আরেক স্থানীয় যুবককে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

Advertisement

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার কক্ষ ও ওই হলের সভাপতি হাসান আলীর কক্ষসহ তিনটি কক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলমের কক্ষে এ ভাঙচুর চালানো হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাদী হয়ে গতকাল শুক্রবার ফয়সাল আযম ফাইনসহ ৯ জনের নামে মামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া।

সজীব হোসাইন/আরএআর/এমএস

Advertisement