রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রবর্তিত ২০১৪ সালে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে।বুধবার বেলা ১১টায় রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউটে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডা. কান্তি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী যাতে তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করতে পারে সেজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিয়েছে। জেলার দশ উপজেলার ৬৩৪ প্রাথমিক বিদ্যালয়ের ৩২৭ শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৮৮ হাজার টাকার বৃত্তিসহ সনদ বিতরণ করা হয়। অনন্য মেধা তালিকায় ২০ জনকে ২ হাজার, ট্যালেন্টপুলে ৮২ জনকে এক হাজার ৫শ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে এক হাজার টাকা করে প্রদান করা হয়।এমএএস/আরআইপি
Advertisement