বিল গেটসের ছেলে একটা অপদার্থরাস্তায় এক কুকুর আরেক কুকুরকে বলছে- ১ম কুকুর: কিরে দোস্ত, সারাদিন-সারারাত বিল গেটসের বাড়ির সামনে কান পাইতা বইসা থাকস, ঘটনা কী?২য় কুকুর: দোস্ত, আর বলিস না। বিল গেটসের ছেলে একটা অপদার্থ। সে যখন তার ছেলেরে ‘কুত্তার বাচ্চা’ কইয়া গালি দেয়, কী যে শান্তি লাগে! ১ম কুকুর: তাতে তোর কি?২য় কুকুর: নিজেরে বিল গেটস মনে হয়, অছাম ফিলিংস।
Advertisement
****
পৃথিবীতে কাদের পরিচিতি বেশিআলুরদম আর পরোটার মধ্যে কথা হচ্ছে- পরোটা: জানিস, তোর থেকে আমার পরিচিতি বেশি, বুঝলি? আলুরদম: ঠিকই বলেছিস রে দোস্ত। যাদের মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরই পরিচিতি বেশি হয়!
****
Advertisement
শিশুকে খুঁজতে বাড়িতে পুলিশ ও দমকলকর্ডলেস টেলিফোন বেজে উঠতেই রিসিভার উঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল- শিশু: হ্যালো।লোক: হ্যালো, তোমার বাবা বাড়ি আছেন?শিশু: আছেন, কিন্তু ব্যস্ত।লোক: মা আছেন?শিশু: হ্যাঁ, মা-ও ভীষণ ব্যস্ত।লোক: তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছেন?শিশু: পুলিশ ও দমকল কাকুরা আছেন।লোক: তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।শিশু: তাদেরও ডাকা যাবে না। ভীষণ ব্যস্ত।লোক: হায়! কী নিয়ে তারা এত ব্যস্ত?শিশু: আমি লুকিয়ে আছি তো। সবাই আমাকে খুঁজছে।
এসইউ/জেআইএম