দেশজুড়ে

জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক কৃষক নিহত ও মিলন হোসেন (২৮) নামে আরেক কৃষক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

Advertisement

নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন হোসেন জালালাবাদ গ্রামের মান্দার মোল্লার ছেলে।

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তারা দুজন জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দেলবারের মৃত্যু হয় এবং পাশের জমিতে থাকা মিলন হোসেন গুরুতর আহত হন। মিলন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলারোয়া থানা পুলিশের ওসি মুনীর-উল গীয়াস ঘটনা নিশ্চিত করেছেন।

Advertisement

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম