চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্ট্রোল রুম অপারেটর শাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, রায়পুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন লাখ টাকা। এ ছাড়া ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে বলেও জানান শাহিদুল ইসলাম।
আবু আজাদ/এনডিএস/জেআইএম
Advertisement