চলতি বছর অর্থাৎ ১৪৪০ হিজরিতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সর্বমোট ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। মোট হাজির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৭ জন এবং সৌদি আরবের হাজির সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন। মোট হাজির মধ্যে ৫৫ দশমিক ৬৫ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৩৫ শতাংশ নারী।
Advertisement
গতকাল (শুক্রবার) ২৩ আগস্ট সৌদি জেনারেল কর্তৃপক্ষের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যর বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছর ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৩১ হাজার ব্যক্তি পবিত্র হজ পালন করেন। এরপর ভারত থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় দুই লাখ, পাকিস্তান থেকে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৮৪ হাজার ২০১ জন পবিত্র হজ পালন করেন। এ ছাড়া বাংলাদেশ থেকে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন।
এমইউ/এনডিএস/জেআইএম
Advertisement