অর্থনীতি

হঠাৎ শেয়ারবাজারে ‘পচা’ কোম্পানির দাপট

হঠাৎ করেই দেশের শেয়ারবাজারে দাম বৃদ্ধির ক্ষেত্রে দাপট দেখিয়েছে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির শেয়ার। গত সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ চারটি স্থানই রয়েছে জেড গ্রুপের কোম্পানির দখলে। অথচ এ কোম্পানিগুলো বছরের পর বছর ধরে শেয়ার হোল্ডারদের কোন লভ্যাংশ দিতে পারছে না।

Advertisement

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং। মূল্যে বড় ধরনের উত্থান হলেও কোম্পানিটির শেয়ার খুব বেশি লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ লাখ ৪ হাজার টাকা।

এদিকে শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩৬ দশমিক ৮৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ টাকা ৮০ পয়সা।

তাল্লু স্পিনিংয়ের পরেই রয়েছে জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান কেয়া কসমেটিক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৬ দশমিক ১১ শতাংশ। এর পরেই রয়েছে জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

Advertisement

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ‘জেড’ গ্রুপের কোম্পানি ডেল্টা স্পিনিংয়ের ৩১ দশমিক ৮২ শতাংশ, ফ্যামেলি টেক্সের ৩০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ২৭ দশমিক ৫০ শতাংশ, অ্যাপোল ইস্পাতের ২৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের ২০ দশমিক ৭০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ শতাংশ এবং এসএস স্টিলের ১৯ দশমিক ১৮ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/জেএইচ/পিআর