গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমানের সহযোগিতায় উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই বাজারের বেকারি ব্যবসায়ী মো. নজরুল ইসলামের মালিকানাধীন দয়াল নবী বিস্কুট অ্যান্ড বেকারি দীর্ঘদিন যাবত শিশুদের দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ময়দায় বিভিন্ন রুটি, বিস্কুট ও কেক তৈরি করে বাজারজাত করে আসছে। এদিকে, একই বাজারে অভিযান চালিয়ে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৪৭ ও ৫৩ ধারা মোতাবেক দয়াল নবী বিস্কুট অ্যান্ড বেকারিকে ৫০ হাজার, মজিদ হোটেলকে দুই হাজার, রায়হান কসমেটিকসকে এক হাজার, নাঈম মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর
Advertisement