চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের মতামত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Advertisement
আগামীকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। এ বৈঠকে সার্বিক বিষয়ে নেতাদের মতামত নেবেন তিনি।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘আগামীকাল শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, রংপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল, ছাত্রদলের বহিষ্কৃতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, রোহিঙ্গা পরিস্থিতিসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় বৈঠকে প্রাধান্য পাবে।
Advertisement
কেএইচ/এনডিএস/এমকেএইচ