অর্থনীতি

ঈদে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ওয়ালটন টিভি

আসন্ন ঈদে বিনোদন পিপাসুদের জন্য সাশ্রয়ী মূল্যে এলইডি টিভি বাজারে ছেড়েছে ওয়ালটন। সিআরটি টিভির দামে পাওয়া যাচ্ছে ওয়ালটনের এলইডি টিভি। বাড়ানো হয়েছে ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভির সরবরাহ। ঈদ উপলক্ষ্যে এসেছে নতুন নতুন মডেল। কমেছে দামও। সব মিলিয়ে এলইডি টিভির মতো উচ্চ প্রযুক্তির টেলিভিশন এখন সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতের নাগালে। মিলছে আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা।জানা গেছে, সর্বাধুনিক ও অটোমেটিক প্রডাকশন লাইনে তৈরি হচ্ছে ওয়ালটনের এলইডি টেলিভিশন। প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড এবং প্যানেল প্রডাকশনের জন্য পৃথক পৃথক ম্যানুফাকচারিং লাইন স্থাপন করা হয়েছে। এর ফলে এলইডি টিভি উৎপাদনে বাংলাদেশ যেমন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, তেমনি নিজস্ব তত্ত্বাবধানে মান নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। এছাড়া নিজস্ব কারখানায় মৌলিক কাঁচামাল থেকে প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ তৈরি করায় উৎপাদন খরচ কমে এসেছে বহুলাংশে। যার সুফল ভোগ করছেন ক্রেতারা। কোরবানি ঈদকে কেন্দ্র করে নতুন তিন মডেলের এলইডি টিভি এনেছে ওয়ালটন। এগুলো হলো ২৮, ৩২ এবং ৪০ ইঞ্চির নতুন মডেল। এর বাইরে বাজারে ব্যাপক চাহিদার কারণে ১৯ ইঞ্চি, ২৪ ইঞ্চি এলইডি টিভির উৎপাদন বাড়ানো হয়েছে। বিদেশি ব্র্যান্ডগুলোর তুলনায় ওয়ালটনের এসব টেলিভিশনের মান অনেক উন্নত। আমদানিকৃত টেলিভিশনের চেয়ে ওয়ালটন দামেও সাশ্রয়ী। বিদ্যুত খরচও হয় কম। ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, তারা সিআরটি (ক্যাথড রে টিউব) টিভির দামে এলইডি (লাইট এমিটিং ডায়ড) টিভি বিক্রি করছেন। ১৯ ইঞ্চি এলইডি টিভি বিক্রি হচ্ছে মাত্র ১৩ হাজার ৯০০ টাকায়। বর্তমান বাজারে যেখানে সিআরটি টিভির দামও এরচেয়ে বেশি। ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ক্রেতারা পাচ্ছেন মাত্র ১৯,৯০০ টাকায়। এছাড়া উন্নতমানের পিকচার কোয়ালিটি সম্পন্ন ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি এলইডি টিভি বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ২৫,৩০০ টাকা ও ২৯,৯০০ টাকায়। এছাড়া ওয়ালটন মাত্র ৩৫,৯০০ টাকায় নিয়ে এসেছে ৩২ ইঞ্চি ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি। তিনি আরো জানান, বিশ্বের যে কোনো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে তৈরি হচ্ছে ওয়ালটন টিভি। এছাড়া দেশব্যাপী বিস্তৃত আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস সেন্টারে গ্রাহকরা সহজেই পাচ্ছেন বিক্রয়োত্তর সেবা। অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ওয়ালটন এলইডি টিভির দাম আরো কমানোর চেষ্টা করছে। নিজস্ব কারখানায় মাদার বোর্ড, প্যানেল, স্পিকার, রিমোট উৎপাদনের মাধ্যমে দাম কমানোর এই প্রচেষ্টা চলছে। ব্যাপকহারে প্রডাকশন শুরু হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে ওয়ালটন এলইডি টিভির দাম অনেকাংশে কমিয়ে আনা যাবে বলে তিনি আশাবাদী।  উল্লেখ্য, বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। টেলিভিশনের সকল সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং, মোবাইল শেয়ারিং, ওয়াইফাই কানেকটিভিটিসহ কম্পিউটারের সকল সেবা পাওয়া যায় স্মার্ট টিভিতে। নতুন প্রজন্মের ক্রেতাদের আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে এই স্মার্ট টিভি। এমএএস/আরআইপি

Advertisement