প্রবাস

জাতীয় শোক দিবস পালন নিউজার্সি স্টেট আ.লীগের

বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Advertisement

এ উপলক্ষে রোববার বিকেলে দেশটির টোটায়া সিটির আমেরিকান লিজন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলি।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুরুর পরিচালনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি কাজী কয়েছ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হাছিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, ও হাজী এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার শাহদাত।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সামছুল আলম খান, মুক্তিযাদ্ধা ইছাক মিয়া, টিপু সুলতান, শামীম আহমেদ, সাবেক ভিপি সফিক উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, মিনা আবেদিন মোক্তা, আনোয়ার চৌধুরী পারেক, রাজন আহমেদ খছরু, মোহাম্মদ আব্দুল অদুদ, প্রভাষক তাজ উদ্দিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, আব্দুল মুকিদ, নৃপেন্দ্র কুমার পাল, সাদেকুর রহমান, হাফেজ মৌলানা মোহাম্মদ আলাউদ্দীন, আবিদুল হক, রকিবুল হাছান রিপন, সাঈদ উর রহমান.মিল্টন দাশ, শাহেক হোসেন প্রমুখ।

Advertisement

বিশ্বজিৎ দে বাবলু/এমআরএম/এমএস