জাতীয়

মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে মক্কা আল-মুকাররমায় আবদুল গনি নামে এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (২২ আগস্ট) তার মৃত্যু হয়।

Advertisement

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার পাসপোর্ট নম্বর- ০৩৭১৪০০, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।

চলতি বছর সৌদি আরবে মোট ৯৬ জন হাজি/হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৮২ জন ও নারী ১৪ জন। মোট মক্কায় ৮৫ জন, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান।

এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৪ হাজার ৭৩৫ জন হাজি। মোট ৬৮ টি ফ্লাইটযোগে তারা দেশে ফিরে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইট রয়েছে।

Advertisement

গত ১৭ আগস্ট ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছর গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ হলে সৌদি আরব যান।

এমইউ/জেডএ/এমএস

Advertisement