দেশজুড়ে

তাঁবুতে ঢুকে বেদে দম্পতিকে ছোবল দিল সাপ

সাতক্ষীরায় বিষধর সাপের ছোবলে বেদে একলু মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। তার স্ত্রী এলিনা খাতুনও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে সাতক্ষীরা আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

একলু মিয়া ও তার স্ত্রী এলিনা খাতুন যশোর জেলার কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার স্ত্রী আলিপুর নতুন বাজার এলাকায় তাঁবু টাঙিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দু’জনকে বিষধর সাপ দংশন করে। রাতে স্থানীয় ওঝা ডেকে ঝাঁড়-ফুক করান তারা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। ভর্তি করার কিছু সময় পর একলু মিয়ার মৃত্যু হয়। তার স্ত্রী অচেতন অবস্থায় সদর হাসপাতলে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার মৃত্যু হয়েছে। তার স্ত্রীও হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আকরামুল ইসলাম/এফএ/এমএস