চলতি মৌসুম শুরুর আগে ছয় বছরের জন্য জাপানিজ প্লে মেকার তাকেফুসা কুবোকে ছয় বছরের জন্য দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। খেলার ধরন এবং আকৃতিগত মিল থাকার কারণে তাকে ডাকা হয় ‘জাপানের মেসি’ নামে।
Advertisement
মাত্র ১৮ বছর বয়সী এ ফুটবলার এরই মধ্যে নিজের বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। তাই তো তাকে ২ মিলিয়ন ইউরো খরচ করে দলে নিয়েছিল রিয়াল। প্রাথমিকভাবে রিয়ালের যুব দল কাস্তিয়ার হয়ে খেলার জন্য নেয়া হয়েছিলো কুবোকে।
কিন্তু সেখানেও অভিষেক না করিয়েই, জাপানের মেসিখ্যাত এ খেলোয়াড়কে ধারে পাঠিয়ে দিয়েছে রিয়াল। তবে বেশিদিনের জন্য। মাত্র ১ মৌসুমের জন্যই স্পেনের আরেক ক্লাবে মায়োর্কাতে লোনে ছাড়া হয়েছে কুবোকে।
এবারই সেগুন্ডা বি ডিভিশন থেকে লালিগায় উন্নীত হয়েছে মায়োর্কা। ২০১৯-২০ মৌসুমে এ দলেই থাকবেন কুবো। মূলত সেগুন্ডা বি ডিভিশনের শরীরনির্ভর খেলা থেকে দূরে রাখতেই কাস্তিয়ার বদলে মায়োর্কায় পাঠানো হয়েছে কুবোকে।
Advertisement
মায়োর্কার জার্সি গায়ে জড়াতে যাওয়া তৃতীয় জাপানিজ ফুটবলার তাকেফুসা কুবো। তার আগে ইয়োশিতো অকুবো এবং আখিলিতো লেনেগা খেলেছেন এ দলের হয়ে।
এসএএস/এমএস