বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার বা সমমানের কর্মকর্তাদের ৪নং গ্রেড ও সহকারী রেজিস্টার বা সমমানের কর্মকর্তাদের ৬নং গ্রেডের মূল স্কেল জাতীয় পে-স্কেল ২০১৫তে অর্ন্তভুক্ত করাসহ মোট ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এ মানববন্ধন করে। মানববন্ধনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায় কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করারও দাবি জানানো হয়। মানববন্ধনে ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকসহ সকল শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ বছর ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার ১৯৭৩ এর ১০ম স্টাটিউটস এর ১৯ নং ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা একই রকম ছিল। কিন্তু আজ সে অর্ডার বাস্তবায়নে বৈষম্য দেখা দিয়েছে। কর্মকর্তাদের অন্যান্য দাবিগুলো হলো- বিগত বছরগুলোর ন্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো (জাতীয় পে-স্কেল) ঘোষণা করতে হবে। অফিসারদের কয়েকটি পদে বেতন স্কেল সংশোধন করত: বর্তমান বেতন স্কেলের বৈষম্য যেমন উপ-রেজিস্টার/সমমানের পদে এবং সহকারী রেজিস্টার/সমমানের পদের বেতন বৈষম্য দূর করতে হবে। সিনেট, সিন্ডিকেট, ফাইনান্স কমিটি, একাডেমিক কাউন্সিলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথোরিটিতে অফিসারদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ দাবিটি হলো- অতিরিক্তি রেজিস্টার/সমমানের পদ সৃষ্টিসহ উক্তপদে নিয়োগ/পদোন্নয়নের ব্যবস্থা করতে হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে বিদ্যামান টাইম স্কেল/সিলেকশন গ্রেড বহাল রাখার জোর দাবি জানান কর্মকর্তারা। এমএইচ/এসকেডি/আরআইপি
Advertisement