টেস্টে একদিনে খেলা হয় ৯০ ওভার। কিন্তু বৃষ্টির কারণে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটায় মাঠের সেই লড়াই উপভোগ করা গেল না সেভাবে। সারাদিনে খেলা হলো মাত্র ৩৬.৩ ওভার।
Advertisement
বৃষ্টিবিঘ্নিত দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। ১ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে লঙ্কানরা। দলীয় ২৯ রানের মাথায় মাত্র ২ করে উইলিয়াম সমারভিলের শিকার হন লাহিরু থিরিমান্নে।
দ্বিতীয় সেশনে ওই এক উইকেট হারিয়ে ২৯ ওভারের মতো ব্যাটিং করার সুযোগ পায় শ্রীলঙ্কা। ওই সেশনটাতেই যা একটু খেলা হয়েছে। চা বিরতির পর আবারও ঝমঝমিয়ে নামে বৃষ্টি।
বৃষ্টি আবারও বন্ধ হলে আর ৮ ওভারের মতো খেলা হয়। এরই মধ্যে সেট ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে হারিয়ে বসে লঙ্কানরা। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
Advertisement
৩৬.৩ ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ২ উইকেটে ৮৫। আকাশ তখন অন্ধকার বেশ অন্ধকার হয়ে যায়। ফলে আলোক স্বল্পতায় খেলা বন্ধ করে দিতে হয়। টেস্টের দ্বিতীয় দিনে ৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ এখনও রানের খাতা খুলতে পারেননি।
এমএমআর/এমকেএইচ