মাদারীপুরের অভিজাত আবাসিক হোটেল চন্দ্রা রেস্টহাউস থেকে ভুয়া ডিবি পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে সিআইডির একটি দল। বুধবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার, পিস্তল ও হাতকড়াসহ তাদের আটক করা হয়। সিআইডি দলের সদস্য নিউটন বিপিএম জানায়, গত ১৬ আগস্ট শরিয়তপুরের জাজিরা ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই করে একটি সংঘব্ধ দল। ওই ঘটনার পর নিউটন বিপিএম এর নেতৃত্বে সিআইডির সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। সিআইডির সদস্যরা জানতে পারে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশের পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও প্রতারণা ও ছিনতাই করে আসছে।ডিবি পরিচয়ে জাজিরা ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে ১৫ সেপ্টম্বর মোবাইল ট্রাকিংএর মাধ্যমে ওই চক্রের সদস্য মিন্টু, মামুন, শাহেদ ও শাকিলকে জাজিরা থেকে প্রাইভেটকারসহ আটক করতে সক্ষম হয়।সিআইডি সূত্রে জানা যায়, মিন্টু মাদারীপুর যুব মহিলা লীগের নেত্রী আমেনা খাতুন বেবির ছোট ভাই। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে মাদারীপুর চন্দ্রা রেস্ট হাইজ থেকে ভুয়া ডিবি পরিচয়দানকারী চক্রের অপর সদস্য মিলনকে (২৮) আটক করতে সক্ষম হয়।একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি
Advertisement