খেলাধুলা

স্মিথের ব্যাটিং নকল করছেন আর্চার

বিশ্ব ক্রিকেটে চলতি মাসে সবচেয়ে আলোচিত ঘটনার মূল দুই চরিত্র হলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং ইংলিশ পেসার জোফরা আর্চার। লর্ডসে চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আর্চারের করা দ্রুতগতির এক বাউন্সার আঘাত হানে স্মিথের ঘাড়ে। যা ম্যাচ থেকে ছিটকে দেয় স্মিথকে।

Advertisement

শুধু সে ম্যাচই নয়। আজ (বৃহস্পতিবার) হেডিংলিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন স্মিথ। তবে ম্যাচের আগে দলের সঙ্গে হালকা-পাতলা অনুশীলন করেছেন তিনি। এদিকে হেডিংলিতে স্মিথ খেলতে পারবেন না বলেই হয়তো, তার মতো করে ব্যাটিং অনুশীলন করে নিয়েছেন আর্চার।

স্মিথকে এ টেস্ট থেকে ছিটকে ফাস্ট বোলার আর্চার বেশ কিছু সময় কাটিয়েছেন নেট সেশনে। অবাক করার মতো বিষয় হলো একজন বোলার হয়েও, হুবহু স্মিথের মতো করে নেটে ব্যাটিং করেছেন আর্চার।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করার পথে ইংলিশ পেসারদের দারুণভাবে সামলেছেন স্মিথ। এক্ষেত্রে অবশ্য তাকে অনুসরণ করতে দেখা গেছে অদ্ভুত কিছু পথ। যেমন পেসারদের বল ছেড়ে দেয়ার পর ব্যাটটা মাটির দিকে তাক করা কিংবা পায়ের সঙ্গে সমন্বয় করে অন্যরকম এক তাল সৃষ্টি করা।

Advertisement

হেডিংলি টেস্ট শুরুর আগে নেটে ঠিক স্মিথের এ জিনিসগুলোই নকল করেছেন আর্চার। পেসারদের বল ছেড়ে দেয়ার সময় স্মিথের মতোই পা এর নাড়াচাড়া কিংবা স্পিনারদের বিপক্ষে ফুট মুভমেন্টে স্মিথের কথা মনে করিয়ে দেয়ার মাধ্যমে নিজের ব্যাটিং অনুশীলন সারেন আর্চার।

এর মাধ্যমে আর্চার যেনো বার্তা দিতে চাইলেন যে হেডিংলি টেস্টে স্মিথ না থাকলেও, ব্যাট হাতে ঠিকই স্মিথের কথা মনে করিয়ে দেবেন তিনি। তবে এর আগে অবশ্য ডানহাতি ফাস্ট বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত ক্যারিবীয় বংশোদ্ভুত এ পেসার।

Is that Jofra Archer or Steve Smith in the nets at Headingley? #Ashes @alintaenergy pic.twitter.com/RT5ADoSUjr

— cricket.com.au (@cricketcomau) August 22, 2019

এসএএস/জেআইএম

Advertisement