জাতীয়

দেশে ফিরেছেন ধর্ম প্রতিমন্ত্রীসহ ভিআইপি হাজিরা

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১২ ফ্লাইটযোগে বৃহস্পতিবার ভোর ছয়টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Advertisement

একই ফ্লাইটে দেশে ফিরেছেন ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে চলতি বছর হজ পালনকারী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্যান্য ভিআইপি হজযাত্রীরা।

সৌদি আরব থেকে রওনা হওয়ার আগে ধর্ম প্রতিমন্ত্রী গতকাল বুধবার হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এ বছর হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। দলের আরেক সদস্য ধর্ম সচিব আনিছুর রহমান আগামী ২৫ আগস্ট দেশে ফিরবেন।

এর আগে গত ৪ আগস্ট ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সাত সদস্যের প্রতিনিধি এবং ওলামা মাশায়েখ প্রতিনিধিরা। এদিন বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

Advertisement

এমইউ/এমএসএইচ/জেআইএম