রাজধানী মিরপুর ৭ নম্বরের ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ দুই হাজার ৬২৫ পাউন্ড অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)। এ অর্থ বাংলাদেশি এক কোটি পাঁচ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা।
Advertisement
বুধবার ডিএফআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের ঝিলপাড় বস্তিতে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক সহায়তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের এ নতুন বরাদ্দের লক্ষ্য আগামী ৪৫ দিনের মধ্যে খাদ্য সামগ্রী, মশারি, আর্থিক সহায়তা, স্বাস্থ্য উপাদান সামগ্রী, শিক্ষা এবং মানসিক সহায়তা দেবে।
গত ১৬ আগস্ট মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড়ে আরামবাগ ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
সিটি কর্পোরেশনের হিসেবে ওই অগ্নিকাণ্ডে পঞ্চাশ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়েছে ১৫ হাজারের মতো ঘর।
জেপি/এনডিএস/পিআর