যশোরের মণিরামপুরে মেহেদি হাসান (১৪) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা এলাকার একটি নার্সারি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মেহেদি হাসান মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের গোয়ালদাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল। মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, বুধবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেগারিতলার একটি নার্সারি থেকে মেহেদি হাসানের মরদেহ উদ্ধার করেছে। এ সময় তার গলায় গামছা পেচানো ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। মেহেদির পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেহেদি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিন রাত ১০টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। মঙ্গলবার মেহেদির বাবা আব্দুল খালেক মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দু’দিন পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মণিরামপুর থানার ওসি আরো জানান, উদ্ধারের পর মেহেদির পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিলন রহমান/এসএস/পিআর
Advertisement