দেশজুড়ে

বাসদ-সিপিবির কর্মসূচিতে সংঘর্ষ : আহত ৩০

সড়ক অবরোধকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বুধবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে দুপুর ১২টা থেকে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল ও ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ নারী ও জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কদ্দুসসহ ১০ জনকে গ্রেফতার করেছে।এদিকে, সংঘর্ষের কারণে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল ১ ঘণ্টা বন্ধ হয়ে পড়ে। মিঠাপুকুরে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মিঠাকুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবীর জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।এসএস/পিআর

Advertisement