জাগো জবস

যুব উন্নয়ন অধিদফতরে ২০ হাজার টাকা বেতনের চাকরি

যুব উন্নয়ন অধিদফতরের অধীনে একটি প্রকল্পে ‘সহকারী প্রশিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদফতর

প্রকল্পের নাম: টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)

পদের নাম: সহকারী প্রশিক্ষক (কম্পিউটার)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকদক্ষতা: আইসিটি বিষয়ে প্রশিক্ষণঅভিজ্ঞতা: ০২ বছরবেতন: ২০,০০০ টাকা

Advertisement

চাকরির ধরন: অস্থায়ীমেয়াদ: ০৫ বছরকর্মস্থল: উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আইসিটি ভ্যানবয়স: ০৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, টেকাব প্রকল্প, যুব উন্নয়ন অধিদফতর, যুব ভবন, ৪র্থ তলা, কক্ষ নং-৪০৬, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

আবেদন ফি: আবেদনকারীকে ১-৩৬৪০-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা প্রকল্প পরিচালক বরাবর পাঠাতে হবে।

ফেরত খাম: আবেদনকারী যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে আগ্রহী; সে ঠিকানা স্পষ্টাক্ষরে লিখে ১১ সেমি-২৫ সেমি আকারের খামে ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ আবেদনের সঙ্গে পাঠাতে হবে।

Advertisement

আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

এসইউ/এমকেএইচ