ফিচার

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন যারা

২১ আগস্ট ২০০৪। শনিবার বিকেল ৫টা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী’ সমাবেশ চলছিল। প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

লোকে লোকারণ্য চারদিক। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল হওয়ার কথা থাকায় মঞ্চ নির্মাণ না করে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। সবশেষে বক্তৃতা দেন শেখ হাসিনা। বক্তৃতা শেষ করে ট্রাক থেকে নিচে নামার সিঁড়ির দিকে এগোতে থাকেন।

বিকেল ৫টা ২২ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশে ১২টি গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। সবমিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৫ জনে।

আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মারা যান। শরীরে এক হাজারেরও বেশি স্প্লিন্টার নিয়ে প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী নেতা মোহাম্মদ হানিফ।

Advertisement

নিহতরা হলেন১. শেখ হাসিনার দেহরক্ষী ল্যান্স করপোরাল (অব) মাহবুব২. রফিকুল ইসলাম ওরফে আদা চাচা৩. মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ৪. রতন শিকদার৫. হাসিনা মমতাজ রিনা৬. রিজিয়া বেগম৭. সুফিয়া বেগম৮. লিটন মুনশি৯. আবদুল কুদ্দুস পাটোয়ারী১০. আবুল কালাম আজাদ১১. আব্বাস উদ্দিন শিকদার১২. আতিক সরকার১৩. মামুন মৃধা১৪. নাসির উদ্দিন সরদার১৫. আবুল কাশেম১৬. বেলাল হোসেন১৭. আবদুর রহিম১৮. আমিনুল ইসলাম মোয়াজ্জেম১৯. জাহেদ আলী২০. মোতালেব হোসেন২১. মোশতাক আহমেদ সেন্টু২২. মোমেন আলী২৩. এম শামসুদ্দিন২৪. ইসহাক মিয়া২৫. আইভি রহমান

এসইউ/এমকেএইচ