অর্থনীতি

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউল হাসান

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রমের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় এই ব্যাংকের সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মো. আশরাফুল মকবুল। তার মেয়াদ শেষ হয় গত ৩০ জুলাই। বর্তমানে চলতি দায়িত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন পর্ষদের পরিচালক একেএম কামরুল ইসলাম।

Advertisement

এমইউএইচ/জেডএ/এমকেএইচ