গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ওই কারাগারের বাইরে আবাসিক ভবনের (সন্ধ্যা) পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।
Advertisement
নিহতের নাম ফাতেমা বেগম (৪০)। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী। মিজানুর রহমান-ফাতেমা দম্পতির দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
প্রধান কারারক্ষী মিজানুর রহমান জানান, সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফাতেমা মানসিক রোগী ছিলেন। গত দুই মাস আগে ডাক্তার দেখানো হয়। তাকে ফের ডাক্তার দেখানোর কথা ছিল। এর মধ্যে ওই চিকিৎসক হজে চলে যান। ডাক্তার হজ থেকে ফিরলে আবার দেখানোর কথা ছিল।
Advertisement
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম