আন্তর্জাতিক

কাশ্মীরে পাকিস্তানের গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধমূলক গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। তারা বলছে, সীমানা নির্ধারণকারী রেখা (এলওসি) অতিক্রম করার কারণে তারা প্রতিরোধ করতে গেলে ভারতীয় সেনা নিহত হয়।

Advertisement

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক টুইট বার্তায় জানায়, ‘পাকিস্তান সেনাবহিনী আত্মরক্ষার্থে এলওসির তাত্তা পানি সেক্টরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি চালালে ভারতীয় সেনারা নিহত হয়।’

আইএসপিআর এর ওই টুইট বার্তায় আরও জানানো হয়, ‘এর আগে ভারতীয় সেনাদের গুলিতে ৭ বছরের শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। তাতে এক কর্মকর্তাসহ ভারতীয় ৬ সেনা নিহত হয়।’

Pakistan Army’s befitting response to Indian CFVs in Tatta Pani Sector along LOC. Indian fire had martyred 3 civilians including 7 years old boy. Pakistan Army targeted Indian posts. 6 Indian soldiers including an officer killed, many injured 2 bunkers destroyed.

Advertisement

— DG ISPR (@OfficialDGISPR) August 20, 2019

এসএ/এমআরএম