রাজনীতি

কষ্টকে শক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা : জাহিদ মালেক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোটা পরিবার হারানোর কষ্টকে শক্তিতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২০ আগস্ট) নিউরোসায়েন্স হাসপাতালের অডিটোরিয়াম হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতাসহ বঙ্গবন্ধুর গোটা পরিবারকে হত্যার মাধ্যমে ৭৫-এর ঘাতকরা কেবল জাতির জনকের ওপরই প্রতিশোধ নেয়নি, এর মাধ্যমে তারা গোটা বাঙালি জাতীয়তাবাদকেই নিশ্চিহ্ন করতে ঔদ্ধত্য হয়েছিল। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ফলে বাংলাদেশ একদিন পাকিস্তানের তাবেদার রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু তাদের সে ষড়যন্ত্রকে দুরাশায় পরিণত করে দেশের জনগণ ও জাতির জনকের বেঁচে থাকা সন্তান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পাকিস্তানের থেকে অনেক বেশি অনন্য সাধারণ উচ্চতায় নিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘গোটা পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধু কন্যার মনে কষ্টের পাহাড় জমাট বেঁধেছিল সত্য, কিন্তু তিনি কখনই ভেঙে পরেননি। উল্টো বঙ্গবন্ধু কন্যা ধীরে ধীরে এখন গোটা বিশ্বের শীর্ষ নেতৃত্বের কাতারে চলে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোটা পরিবার হারানোর কষ্টকে এখন শক্তিতে পরিণত করেছেন। শেখ হাসিনার মনোবল আজ এতটাই দৃঢ় যে, শত্রুর শত কূটকৌশলগুলো নষ্ট করে দিয়ে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছেন। কাজেই তিনি বেঁচে থাকতে আর কেউ বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদ নিউরোসায়েন্স হাসপাতাল কর্তৃক আয়োজিত শোক দিবসের এ আলোচনা সভায় প্রফেসর ডা. দীন মোহাম্মদের সভাপতিত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ইকবাল আরসালান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যাপক এম এ আজিজ, প্রফেসর ডা. বদরুল আলম, ডা. জহিরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এমইউ/আরএস/এমএস