উত্তর ইউরোপে পৌঁছানোর জন্য নতুন পথ খুঁজতে শুরু করেছেন হাজার হাজার শরণার্থী। এর আগে হাঙ্গেরি-সার্বিয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার পর সেখানে রাতভর অপেক্ষা করে শরণার্থীরা। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সার্বিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শরণার্থীদের বাসগুলো এখন ক্রোয়েশিয়ার দিকে যাচ্ছে। এরপর সেখান থেকে স্লোভেনিয়া ও অস্ট্রিয়া হয়ে জার্মানিতে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে তারা। এছাড়া ধারণা করা হচ্ছে, রোমানিয়া হয়েও জার্মানিতে যাওয়ার চেষ্টা করতে পারেন এসব শরণার্থী।ইউরোপে শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপের পর হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে রাত কাটিয়েছে হাজার হাজার শরণার্থী। সোমবার হাঙ্গেরিতে একটি নতুন আইন পাস করা হয়েছে। নতুন এ আইনে বলা হয়েছে, পুলিশ দেশটিতে অবৈধভাবে প্রবেশকারীদেরকে আইনের আওতায় আনতে পারবে। একইসঙ্গে ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে মামলাও করতে পারবে।আইনটি কার্যকর হওয়ার পর সোমবার অবৈধভাবে প্রতিবেশি রাষ্ট্র সার্বিয়ার সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের সময় অন্তত ১০ হাজার অভিবাসীকে গ্রেফতার করা হয়। এছাড়া মঙ্গলবার ৬০ শরণার্থীকে গ্রেফতার করে দেশটির পুলিশ।এদিকে সীমান্ত বন্ধ করে দেয়ায় মঙ্গলবার শত শত শরণার্থীকে হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে রাত কাটাতে হয়েছে। এ সময় শরণার্থীদেরকে কাঠে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে।সোমবার অভিবাসীদের আশ্রয় দেয়ার প্রসঙ্গে জরুরি বৈঠকে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা। ফলে মূল আলোচ্য বিষয়ে অর্থাৎ এক লাখ বিশ হাজার জরুরি আশ্রয়প্রার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বণ্টন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা। শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি তৈরি করেছে।মোহাম্মদ মাহায়ান নামের এক সিরীয় শরণার্থী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাঁটাতারের বেড়া পার করে স্ত্রীকে ওপারে পাঠাতে পারলেও তিনি হাঙ্গেরি সীমান্তে আটকা পড়েছেন। এদিকে, মঙ্গলবার মধ্যরাতে অস্ট্রিয়া সীমান্তেও কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। ভিয়েনার দুটি রেলওয়ে স্টেশনে শত শত শরণার্থী ভিড় করে আছে। সালজবুর্গের প্রধান স্টেশনটি বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, ইউরোপের সীমান্ত এলাকাগুলোতে চলতি বছরে অন্তত ৫ লাখ শরণার্থী পৌঁছেছে। গত বছর এর পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার। # শরণার্থী ঠেকাতে হাঙ্গেরিতে জরুরি অবস্থা# ইউরোপে আশ্রয়প্রত্যাশীদের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইইউএসআইএস/পিআর
Advertisement