জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া দুটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার সকালে বিল দুটিতে সম্মতি দেন তিনি। এর ফলে বিল দুটি আইনে পরিণত হল।বিল দুটি হলো- বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।গত ৭ সেপ্টেম্বর সোমবার দেশি-বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস গঠনের বিধান রেখে জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিলটি পাস হয়।এছাড়া গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানি গঠনের বিধান রেখে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫’ সংসদে পাস হয়।এইচএস/আরএস/পিআর
Advertisement