বাংলাদেশ ক্রিকেট এর একনিষ্ঠ এই সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে অনুমোদন পেয়েছে। সংগঠনটির হয়ে সম্প্রতি অনুমোদনপত্র গ্রহণ করেন সংগঠনটির প্রেসিডেন্ট, জুনাইদ পাইকার ও সেক্রেটারি জেনারেল, জাবেদ আলী।বিসিএসএ’র প্রেসিডেন্ট জুনাইদ পাইকার বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এটা আমাদের সামনে চলার পথে গতির সঞ্চার করবে। এবং এই স্বীকৃতির কারণে বিশ্ব ক্রিকেটে বিসিএসএ এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের শ্রম এবং সততা দিয়েই কাজ করে যাচ্ছে ক্রিকেট সমর্থকদের জন্য। ভবিষৎ মূল্যায়ন করবে আমরা পেরেছি, কি পারিনি। তবুও স্বপ্ন দেখা থামবে না, আমরা স্বপ্ন দেখে যাবো বড়। নিজের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট এর জন্য। ক্রিকেট সমর্থকদের জন্য।’২৩ মে ২০১৩ সাল থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (তৎকালীন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সোসাইটি) বিসিএসএর পথচলা। ২১ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে গঠিত হওয়া এই সংগঠনটি এখন প্রায় পাঁচ শতাধিক সদস্যের পদচারণায় মুখরিত। দুই বছরের পথচলায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে দারুণ সব কাজ করেছে এই সংগঠনটি। ক্রিকেট খেলাটার সাথে সমর্থকদের সম্পর্কের সংজ্ঞা নতুন করে দিয়েছে এই সংগঠনটি। বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বিসিএসএ। আরটি/এসএইচএস /এমএস
Advertisement