দেশজুড়ে

রাজবাড়ীতে আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে হাসপাতালে মোট ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৭ জন, বালিয়াকান্দিতে ৪ জন ও পাংশায় ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া অন্যান্য রোগীরা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতাল সূত্রে তথ্য জানা গেছে।

Advertisement

এদিকে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৩ দিনে রাজবাড়ীর বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনই রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ৩১ জন ভর্তি রয়েছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

রুবেলুর রহমান/এমএমজেড/এমকেএইচ

Advertisement