২০১৫ সালে বাংলাদেশে দারিদ্র্যতার হার কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশে। বুধবার হোটেল সোনারগাঁও এ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন (এমডিজি) বাংলাদেশের অগ্রগতি, ২০১৫ এর প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ২০১০ সালেই চরম দারিদ্রের লক্ষ্য পূরণ করেছে। ২০১৫ সালের লক্ষ্যমাত্রা ৮ শতাংশের বিপরীতে এই হার সাড়ে ৬ শতাংশে নেমে এসেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসএ/এসএইচএস/এমএস
Advertisement