বালাকোটে বিমান হামলার পর থেকেই প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা বাহিনী। ওই হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় প্রস্তুত রয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তান যদি স্থলে হামলার মতো পরিস্থিতি তৈরি করে তবে ভারতও বসে থাকবে না।
Advertisement
জরুরি পরিস্থিতিতে সেনা উপ-প্রধানের ওপর বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। ১৮ হাজার কোটি রুপির গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রও মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়টি অনেক আগেই নিশ্চিত করেছিলেন ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে সিআরপিএফ এর গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পরে পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তানের বালাকোটে ওই হামলায় অন্তত ২৫০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত।
এর পরদিনই দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটে। পাকিস্তান ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটকের দাবি জানায়।
Advertisement
সেনা সূত্র জানিয়েছে, বালাকোটে বিমান হামলার পরিকল্পনা নেয়াটা একটি চিন্তার বিষয় ছিল। পাকিস্তান যদি প্রতিশোধ নেয় তবে ভারত কি করবে সে বিষয়ে আশস্ত করেছিলেন সেনা প্রধান। তিনি কেন্দ্রীয় সরকারকে নিশ্চয়তা দিয়েছিলেন যে, পাক সেনাদের যে কোনো পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত ভারতীয় সেনারা।
সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে নতুন করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে ভারতের। এর মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, প্রয়োজনে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনারা।
তিনি বলেন, ভারতীয় সেনারা বালাকোটে হামলার পর থেকেই প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতে তারা লড়াই করতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে দু'দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় সেনা প্রধানের এমন বক্তব্য উত্তেজনা আরও উসকে দেবে বলেই মনে করা হচ্ছে।
টিটিএন/এমকেএইচ
Advertisement