জাতীয়

বাংলাদেশ-ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের বার্তা জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে পা রেখেই দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের বার্তা পুনর্ব্যক্ত করলেন ড. এস জয়শঙ্কর। সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Advertisement

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধু প্রতীম দেশ। আশা করি এই সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জয়শঙ্করকে অভিবাদন জানান।

এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথম আমন্ত্রণ পাই ভারতের। তবে সে সময় সেখানে অবস্থানকালে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে আমাদের দেশে আসলেন।’ কাশ্মীর ইস্যুতে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আমাদের অনেক প্রত্যাশা আছে। দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগামীকাল (মঙ্গলবার) অনেককিছু আলোচনার আছে। আজ তো উনি আসলেন মাত্র। আমরা আশাবাদী।’

Advertisement

জেপি/এমআরএম