২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ৯ গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আড়াই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
Advertisement
রোববার (১৮ আগস্ট) অভিযানে নেতৃত্বে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানানো হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার জানান, ২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় নগরের বাকলিয়া এলাকার সৈয়দশাহ রোড, ময়দার মিল মোড়, বৌ-বাজার খাজা হোটেল এলাকা, আফগান মসজিদ এলাকা, দেওয়ান বাজার ও চকবাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯টি মামলা ও ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় চকবাজারের ডায়মন্ড মার্কেটের মালিক মো. আইয়ুবকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
আবু আজাদ/এসএইচএস/এমকেএইচ