রাজধানীর গুলিস্তানে ইয়াবাসহ আটক বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির আল মামুনের (৩৫) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল। অপরদিকে তার আইনজীবী সালাউদ্দিন জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৭ আগস্ট তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৬ আগস্ট দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাছির আল মামুনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন মামলা করেন।
Advertisement
মামলার বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, ১৬ আগস্ট দুপুরে গুলিস্তান এলাকায় টহল দেয়ার সময় নাছির আল মামুনকে সন্দেহ হলে তিনি তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্যে গোলাপি রঙের ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
জেএ/এনডিএস/এমকেএইচ