জাতীয়

দ্বিতীয় দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাঙ্খিত টিকিট পেতে নির্দিষ্ট সময়ের আগেই রেলস্টেশনে এসে অবস্থান নিয়েছেন টিকিট প্রত্যাশীরা। বুধবার সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এরকম চিত্রই দেখা গেছে।জানা গেছে, আজ বিক্রি হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি হবে আরা তিন দিন। মঙ্গলবার থেকে ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তপক্ষ।এদিকে সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হলেও মঙ্গলবার দিবাগত রাত থেকে অনেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সাময়িক এই কষ্টকে বড় করে দেখছেন না অনেকে।রাত ৩টা থেকে স্টেশনে অবস্থান নেয়া জুলফিকার আলী এই প্রতিবেদককে জানান, তিনি রাজধানীর একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবার পরিজনকে নিয়ে ঈদ করতে তার বাড়ি রংপুরে যাবেন।ট্রেনের ভ্রমণটা আরামদায়ক তাই একটা দিন কষ্ট করে হলেও টিকিট নিতে তিনি রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান।এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনের মতো আজও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কমলাপুর রেলস্টেশন ঘিরে।মঙ্গলবার সকালে রেলমন্ত্রী মো: মজিবুল হক কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে যাত্রীদের সুবিধার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে গণমাধ্যমকর্মীদেরকে জানান।# টিকিটের জন্য রাত কেটেছে কমলাপুর স্টেশনেই!এমএম/এআরএস/এমএস

Advertisement