খেলাধুলা

ছুটি কাটিয়ে ফিরেছেন জামাল ভূঁইয়াদের কোচ জেমি ডে

লাওসকে হারিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে তুলেই ছুটি কাটাতে দেশে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। দুই মাস ছুটি কাটিয়ে আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন জেমি ডে।

Advertisement

ইতিমধ্যেই বাফুফে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। জেমি ডে তাদের নিয়ে আগামী সপ্তাহে নেমে পড়বেন প্রস্তুতিতে।

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবে’র সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতির পরিকল্পনা কেমন হবে তা নিয়ে এখন সভা চলছে ন্যাশনাল টিমস কমিটির। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদের ধানমন্ডির অফিসে (জেমকন গ্রুপ অফিস) চলমান এ সভায় যোগ দিয়েছেন জেমি ডে।

Advertisement

৩১ আগস্ট পর্যন্ত ঢাকায় ফুটবলারদের ক্যাম্প হওয়ার কথা। এর পর ম্যাচের ১০ দিন আগে ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে জেমি ডে যাবেন তাজিকিস্তান।

সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলাদেশ। তাজিকিস্তানের স্থানীয় লিগের দুটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে জেমি ডে’র।

আরআই/এসএএস/এমকেএইচ

Advertisement