ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ৬০ কি.মি. এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে, পুলিশ রাত ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বাস ও লরি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর থেমে থেমে যান চলাচল শুরু হয়। তবে সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত রয়েছে বলে জানা গেছে।টাঙ্গাইলগামী আরাফাত এন্টারপ্রাইজের ট্রাক চালক (বগুড়া-ট- ০২-০২৩২) মুস্তাকিন ও (ঢাকা-মেট্রো-১৪-৬৩৭৪) চালক লিপু মিয়া জাগো নিউজকে বলেন, রাত ৩টার দিকে মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজটে পড়েন। ছয় ঘণ্টা পর সকাল ৯টার দিকে মির্জাপুর বাইপাস পোস্টকামুরী চড়পাড়া এলাকা পর্যন্ত আসতে পেরেছেন বলে জানান। গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, মঙ্গলবার রাত তিনটার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও একটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। রাত ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বাস ও লরি সরিয়ে নেয়া হলেও যানবাহনের চালকরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ায় যানজট তীব্র আকার ধারণ করে। তিনি আরো জানান, টাঙ্গাইল, হাইওয়ে, বাসাইল, দেলদুয়ার, মির্জাপুর থানা পুলিশ যানজট নিরসনে কাজ করছেন।এসএস/এমএস
Advertisement