জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সোমবার প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল খুলে দেয়া হচ্ছে। রোববারই এই ঘোষণা দিয়েছে প্রশাসন। এর মধ্যেই কাশ্মীর উপত্যকায় পুরোদমে সরকারি অফিস খুলে গেছে।
Advertisement
শ্রীনগর জেলার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মুখ্যসচিব রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শ্রীনগরের প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল পুনরায় চালু করার পরিকল্পনা করেছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
কানসাল বলেন, শনিবার কাশ্মীরের ৩৫টি পুলিশ স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়। রোববার ৫০টি স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তিনি আরও বলেন, বিধিনিষেধ শিথিল করার পর এখনও কোনো জায়গা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশষ মর্যাদা তুলে নেয় ভারত। তার আগে থেকেই সেখানে কারফিউ জারি করা হয় এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। রোহিত কানসাল বলেন, সেখানে যত দ্রুত সম্ভব ল্যান্ডলাইন সার্ভিস পুরোদমে চালু করে দেবে প্রশাসন। উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চালু করতে পুরোদমে কাজ করে চলেছেন বিএসএনএল-এর কর্মকর্তা এবং কর্মচারীরা।
Advertisement
টিটিএন/পিআর