দেশজুড়ে

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯ ডেঙ্গু রোগী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এছাড়া রোববার রাত সাড়ে আটটায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ধীরে ধীরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কমে আসছে। এডিশ মশার ব্যাপারে মানুষ সচেতন হওয়ায় রোগীর সংখ্যা কমছে বলে মন্তব্য করেন তিনি।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সিলেটে গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৯ জন নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সর্বমোট ভর্তি হয়েছে ৫৩ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৯৭৪ জন। আর এখন পর্যন্ত এ রোগে ৪০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী।

ছামির মাহমুদ/এমএসএইচ

Advertisement